মেহেদী হাসান ১৯ এপ্রিল ২০২৫ , ১২:১১:৩৫ প্রিন্ট সংস্করণ
লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে সংঘর্ষে নিহত জসিম উদ্দিন বেপারী (৪০) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় রায়পুর উপজেলার উত্তর চর বংশী ইউনিয়নের খাসের হাট বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিক্ষার্থী ও পেশাজীবীরা অংশ নেন। হাতে ছিল প্ল্যাকার্ড ও ব্যানার, যেখানে লেখা ছিল— “জসিম হত্যার বিচার চাই”, “হত্যাকারীদের ফাঁসি চাই”, “সন্ত্রাসীদের আশ্রয়দাতাদেরও বিচার চাই” ইত্যাদি স্লোগান।
স্থানীয়রা জানান, গত সপ্তাহে বিএনপির দুই গ্রুপের মধ্যে রায়পুরে সংঘর্ষ বাঁধে, যেখানে গুরুতর আহত হন জসিম উদ্দিন বেপারী। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জসিম উত্তর চর বংশী এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য দেন নিহতের পরিবার, স্থানীয় সমাজকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা। তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে আসামিরা এখনো গ্রেপ্তার এড়াচ্ছে। বক্তারা দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও সর্বোচ্চ শাস্তি—যেমন মৃত্যুদণ্ড—নিশ্চিত করার দাবি জানান।
নিহতের স্ত্রী বলেন, “আমি আমার স্বামীর খুনিদের বিচার চাই। যারা আমার সংসার ধ্বংস করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এলাকায় শান্তি ফিরবে না।”
এ বিষয়ে রায়পুর থানার (ওসি) নিজাম উদ্দিন ভূইয়া জানান, ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। ইতোমধ্যে কয়েকজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং দ্রুতই মামলার অগ্রগতি হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
এলাকাবাসী জানান, রাজনৈতিক সহিংসতায় যেন সাধারণ মানুষ প্রাণ না হারায়, সে বিষয়ে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। তারা এই হত্যাকাণ্ডকে শুধুমাত্র ব্যক্তি নয়, সামগ্রিক রাজনৈতিক অস্থিরতার ফল বলে উল্লেখ করেন।