রায়পুর প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৫ , ১২:৪১:৪৩ প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাওছার। দুর্নীতি দমন কমিশন (দুদক)–এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, “দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিত করতে সকলে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে।”
সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশনের রায়পুর উপজেলা সভাপতি মো. ছাব্বির আহমেদ মিয়াজি। তিনি বলেন, “দুর্নীতির কারণে দেশের উন্নয়ন ব্যাহত হয়। তাই দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, কৃষি অফিসার মাজেদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, কীর্তনীয়া বিভিন্ন স্কুলের শিক্ষার্থী এবং বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা। বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও মানসিকতার পরিবর্তন প্রয়োজন।


















