সারাদেশ

ফুটপাত দখলমুক্ত ও বাজার নিয়ন্ত্রণে রায়পুরে প্রশাসনের অভিযান

  রায়পুর ৪ মার্চ ২০২৫ , ৭:২৪:৫৬ প্রিন্ট সংস্করণ

 

লক্ষ্মীপুরের রায়পুরে অবৈধ পার্কিং, ফুটপাত দখলমুক্ত ও বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ২৬ টি মামলায় ৬০ হাজার ৫০০শ টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার দুপুরে যানজট নিরসনে রায়পুর বাজার সড়ক এবং পণ্যের দাম নিয়ন্ত্রণে উপজেলার পৌর শহরের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইমরান খান।  এ সময় অধিক মূল্যে পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯, সড়ক পরিবহন আইন ২০১৮, স্হানীয় সরকার/ পৌরসভা আইন ২০০৯, কৃষি ও সার আইন ২০০৬, মোট চারটি আইনে সর্বমোট ৬০ হাজার ৫০০শ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় উপস্থিত ছিলেন ক্যাম্প সেনা অফিসার রাহাত, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিজাম উদ্দিন ভূইয়া, উপজেলা কৃষি অফিসার মোঃ মাজেদুল ইসলাম, ইউএনও অফিসের সিও আবদুর রহিম, রায়পুর প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ডালী, সাধারণ সম্পাদক এম আর সুমন ও  আনসার সদস্যরা।

উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ ইমরান খান জানান,  রায়পুর বাজারে যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখতে এবং রমজান মাসে যাতে করে কোনো ব্যবসায়ী দ্রব্যমূল্যে বৃদ্ধি ও কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেজন্য আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া দোকানে মূল্যতালিকা প্রদর্শন এবং ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সতর্কবার্তা দেয়া হয়েছে।

আরও খবর

Sponsered content