রায়পুর প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২৫ , ১১:৫২:৪৫ প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট এলাকায় নদী তীরবর্তী স্থানে অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি ও নদীর চর কাটা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। (১২ ডিসেম্বর) রাত ২টা ১০ মিনিটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
অভিযানে পাওয়া যায়, অবৈধভাবে মাটি কাটার উদ্দেশ্যে বাল্কহেড, বেকু মেশিন এবং ১১টি ট্রাক্টর প্রস্তুত অবস্থায় ছিল। এ ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত মহসিন বকাউল (২৫) নিজ জিম্মায় এসব যন্ত্রপাতি রাখার দায় স্বীকার করেন। পরে মোবাইল কোর্ট তাকে পরিবেশের ক্ষতি ও অবৈধভাবে মাটি উত্তোলন প্রতিরোধ আইন লঙ্ঘনের অপরাধে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
মোবাইল কোর্ট পরিচালনার সময় রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং তার নেতৃত্বাধীন ফোর্স সম্পূর্ণ সহযোগিতা করেন। রাতের অন্ধকারে পরিচালিত এই বিশেষ অভিযানের মাধ্যমে প্রশাসন একটি সক্রিয় চক্রের অবৈধ মাটি কাটার প্রস্তুতি নস্যাৎ করতে সক্ষম হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাওসার জানায়, নদী ও পরিবেশ সুরক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে। কৃষিজমির উর্বরতা নষ্টকারী এবং নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টিকারী অপরাধগুলোকে কোনভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।
উল্লেখ্য, রায়পুর উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলন বা মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসন দীর্ঘদিন ধরেই কঠোর অবস্থানে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যক্তি নদীর চর ও জমির মাটি কেটে বিক্রি করে পরিবেশের বিপর্যয় ঘটাচ্ছিল। এ অবস্থায় প্রশাসনের এমন তৎপরতাকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে।


















