সারাদেশ

রায়পুরে মেঘনায় অভিযানে ১৩ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

  রায়পুর প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০২৫ , ৫:১৪:৫০ প্রিন্ট সংস্করণ

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন–১৯৫০ অনুযায়ী লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীতে ভোরবেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ। শনিবার( ৬ ডিসেম্বর) ভোরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান।

অভিযানকালে নদী থেকে ১৩,০০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ২,৬০,০০০ টাকা। পরে জব্দকৃত এসব জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে কোস্টগার্ড বিসিজি স্টেশন রায়পুর গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রদান করে। মৎস্য বিভাগ জানিয়েছে, জনস্বার্থে এবং দেশের জলসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

অফিসার মোঃ রাশেদ হাসান বলেন, “জাটকা ও মা–মাছ রক্ষায় আমাদের এ অভিযান চলমান থাকবে। নদী ও মাছের সম্পদ বাঁচাতে সবাইকে সচেতন হতে হবে।”

আরও খবর

Sponsered content