১৭ ফেব্রুয়ারি ২০২৫ , ১:৩৭:৩৫ প্রিন্ট সংস্করণ
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রায়পুর উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মোঃ ইমরান খান।
দিবসটি পালন উপলক্ষে সভায় জাতীয় কর্মসূচির আলোকে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় রায়পুর পৌরসভা, স্বাস্থ্যবিভাগ, আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য সরকারি বেসরকারি দপ্তর দিবসটি সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে তাদের স্ব স্ব কর্মপরিকল্পনা তুলে ধরেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো: এমরান খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ভুইয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার মামুনুর রশিদ পলাশ, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার মাইন উদ্দিন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব শফিকুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম আলমাস, উপজেলা জামাতের আমির নাজমুল আলম, পৌর জামাতের আমির হাফেজ ফজলুল করিম ও রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর সুমনসহ সকল ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।