সারাদেশ

রায়পুরে ১২’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

  রায়পুর প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৫ , ১:৫১:০৭ প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুরের রায়পুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি, রবি মৌসুমে ধান চাষে সহায়তা এবং প্রান্তিক কৃষকদের প্রণোদনা প্রদানের উদ্দেশ্যে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কার্যক্রমের আওতায় এ কর্মসূচি পরিচালিত হয়।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় রায়পুর উপজেলা কৃষি অফিসের প্রাঙ্গণে অনুষ্ঠিত এ বিতরণ কর্মসূচির আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান কাফি। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান মাহমুদ।

কর্মসূচির আওতায় ১ হাজার কৃষকের মাঝে উফশী ধানের বীজ, ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়। বক্তারা বলেন, এই সহায়তা কৃষকদের উৎপাদন ব্যয় কমাবে এবং ধান উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে। সরকার কৃষিকে শক্তিশালী করতে এবং কৃষকদের উৎসাহিত করতে নিয়মিতভাবে এসব প্রণোদনা কার্যক্রম পরিচালনা করছে।

বিতরণ অনুষ্ঠানে ইউনিয়নভিত্তিক নির্বাচিত কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে বীজ ও সার তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে কৃষকরা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আগামীর ভালো ফলনের আশা ব্যক্ত করেন।

ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, “কৃষকদের মাঝে সরকারি সহযোগিতা সুষ্ঠুভাবে বিতরণের জন্য আমরা সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করেছি। তালিকা প্রণয়ন থেকে বিতরণ, সব কিছুই কঠোর নজরদারিতে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অনিয়ম বা অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সরকারের উদ্দেশ্য হলো প্রকৃত কৃষক যেন প্রকৃত সুবিধা পান, আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।”

উপজেলা কৃষি অফিসার মাজেদুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন-উপজেলা মৎস্য অফিসার রাশেদ হাসান, উপজেলা ইন্জিনিয়ার সুমন মুন্সি, থানার তদন্ত (ওসি) আবদুল মান্নান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুস সাত্তার, উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

আরও খবর

Sponsered content