উপদেষ্টা কেউ নির্বাচন করতে পারবেন না এমন বিধিনিষেধ নেই: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৮, ২০২৫, ০৫:১০

উপদেষ্টা কেউ নির্বাচন করতে পারবেন না এমন বিধিনিষেধ নেই: আসিফ মাহমুদ
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ফাইল ছবি

কেবল ছাত্র উপদেষ্টা নয়, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্ত আরও কেউ কেউ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আলোচনায় রয়েছেন বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করেন তিনি।

উপদেষ্টা বলেন, শুধু আমরা দুজন ছাত্র উপদেষ্টা না, আরও যারা সরকারের সঙ্গে বিভিন্নভাবে জড়িত আছেন কেউ কেউ নির্বাচন করবেন এমন কথাও আছে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কেউ নির্বাচন করতে পারবেন না এমন কোনো আইন বা বিধিনিষেধ নেই। তবে পদে থেকে নির্বাচন করা স্বার্থের সংঘাত ঘটায় বলেই নির্বাচনে অংশ নেওয়ার আগে সরকার থেকে পদত্যাগ করা প্রয়োজন।

তবে, নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা থাকলেও কোন আসন থেকে বা কোন দলের হয়ে নির্বাচনে লড়বেন এ নিয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত করেননি বলেও জানান তিনি।


google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জাতীয়