লক্ষ্মীপুরে কিশোর কণ্ঠ পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
জানুয়ারী ১৬, ২০২৬, ০৮:১১
“কিশোর কণ্ঠ পড়বো, জীবনটাকে গড়বো-
ফুলের মতো ফুটবো মোরা,
জ্ঞানের আলোয় জ্বলবো।”
লক্ষ্মীপুর জেলায় কিশোর কণ্ঠ পাঠ প্রতিযোগিতা–২০২৫-এর শাখা পর্যায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ জানুয়ারি সকাল ৯টায় জেলা শহরের নুরজাহান চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশন লক্ষ্মীপুর জেলার চেয়ারম্যান আব্দুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের নির্বাহী সম্পাদক হযরত আলী ভূঁইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ মানজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের উপদেষ্টা ফয়েজ আহমদ।
এছাড়া বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আরমান হোসাইন, নির্বাহী কমিটির সদস্য পারবেজ হোসেন, রাশেদ হোসাইন, আব্দুল মোতালেব, হাফেজ মইনুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা শিক্ষা বাস্তবায়ন, সুস্থ সাহিত্যচর্চা এবং জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তুলতে কিশোর কণ্ঠ পাঠ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের সামাজিক সচেতনতামূলক কার্যক্রম, মানবিক সহায়তা কার্যক্রম, সাহিত্য ও ক্রীড়াভিত্তিক আয়োজন এবং শিক্ষামূলক কর্মসূচির কথা তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
