সারাদেশ

লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে ৬ দিন ব্যাপি একুশে বই মেলার উদ্বোধন

  ২০ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:০৩:২৩ প্রিন্ট সংস্করণ

0Shares

 

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন এবং আন্তজার্তিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে ৬ দিন ব্যাপি অমর একুশে বই মেলার উদ্বোধন করা হয়েছে।

২০ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) বিকেলে লক্ষ্মীপুর কালেক্টর ভবণ প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বই মেলার শুভ উদ্বোধন করেন একুশে পদক ও বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক হরিশংকর জলদাস।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: আক্তার হোসেন ও লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ইউসুফ হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো: জসিম উদ্দিন ও সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা প্রমূখ। এ সময় জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ, জেলার সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, মেলায় আগত দর্শনার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
বিভিন্ন নামি দামি লেখখের বই নিয়ে মেলায় প্রায় ২২ টি প্রকাশণী স্টল সাজিয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে এই মেলা চলবে। অধিকসংখ্যক বই ক্রেতা ব্যক্তি/প্রতিষ্ঠানকে সমাপণী দিনে পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে লক্ষ্মীপুর সরকারি বালিকা বিদ্যালয়েরি শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

0Shares

আরও খবর

Sponsered content