অর্থনীতি

সাকিবের বার্ষিক আয় সাড়ে ৫ কোটি টাকা

  ৪ ডিসেম্বর ২০২৩ , ৮:৩৭:২৪ প্রিন্ট সংস্করণ

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের সময় হলফনামায় বার্ষিক আয়-ব্যয়ের হিসাব দেখিয়েছেন মাগুরা-১ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান। হলফনামায় তিনি বার্ষিক গড় আয় দেখিয়েছেন পাঁচ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ২৬২ টাকা।

আজ সোমবার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এ তথ্য নিশ্চিত করেছেন। হলফনামায় সাকিব পেশা হিসেবে ক্রিকেটার দেখিয়েছেন।

শিক্ষাগত যোগ্যতা দেখিয়েছেন বিবিএ পাশ।
হলফনামায় সাকিব ক্রিকেটে বার্ষিক পেশাগত আয় দেখিয়েছেন পাঁচ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৭৬৯ টাকা। অস্থাবর সম্পদ হিসেবে ব্যাংক জমা দেখানো হয়েছে ১১ কোটি ৫৬ লাখ ৯১ হাজার ৮৭৬ টাকা। শেয়ার বাজারে বিনিয়োগ ৪৩ কোটি ৬৩ লাখ ৯৬ হাজার ৮৭৪ টাকা এবং সোনা দেখিয়েছেন ২৫ ভরি।

এ ছাড়া আসবাপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী দেখিয়েছেন ১৩ লাখ টাকার। জামানতের বিপরীতে ব্যাংক লোন দেখানো হয়েছে ৩১ কোটি ৯৮ লাখ ৬১ হাজার ৩৮২ টাকা। ইস্টার্ন ব্যাংকে লোন দেখিয়েছেন ১ কোটি ৫০ লাখ ২০ হাজার ৩৬৩ টাকা। আয় থেকে ব্যাংক আমানত দেখিয়েছেন ২২ লাখ ৯৬ হাজার ৪৯৩ টাকা।

আরও খবর

Sponsered content