রামগঞ্জে টিভির নির্বাচনী অনুষ্ঠানে প্রশ্ন ঘিরে সংঘর্ষ, আহত ৮

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৮, ২০২৫, ০৩:৩৯

রামগঞ্জে টিভির নির্বাচনী অনুষ্ঠানে প্রশ্ন ঘিরে সংঘর্ষ, আহত ৮

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় একটি বেসরকারি টেলিভিশনের নির্বাচনী অনুষ্ঠান চলাকালে প্রশ্ন করাকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।


বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কলেজ মাঠে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের নির্বাচনী অনুষ্ঠান ধারণ চলছিল।


অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জহির পাটওয়ারীকে বিএনপির এক সমর্থক প্রশ্ন করেন। এ সময় ইসলামী আন্দোলনের এক সমর্থক প্রশ্নকারীকে উদ্দেশ করে জুতা প্রদর্শন করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে।


রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বলেন, প্রার্থীকে প্রশ্ন করা নিয়ে একজন সমর্থক জুতা প্রদর্শন করায় সামান্য হাতাহাতি হয়েছে। বড় ধরনের কোনো সংঘর্ষ হয়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রামগঞ্জ