শহীদ ওসমান হাদীর স্মরণে রায়পুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
রায়পুর প্রতিনিধি
ডিসেম্বর ২০, ২০২৫, ০৯:১৫
বাংলাদেশের অকুতোভয় বীর শহীদ শরীফ ওসমান হাদীর শাহাদাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা ও পৌরসভার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর পৌর জামায়াতের আমীর হাফেজ মাওলানা ফজলুল করিম। তিনি বলেন, শহীদ শরীফ ওসমান হাদী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন একজন সাহসী কণ্ঠ। ইসলামী আন্দোলনের পথে তার আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট আব্দুল আউয়াল রাসেল। তিনি বলেন, শহীদদের আদর্শ ধারণ করেই একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
এছাড়াও বক্তব্য দেন রায়পুর পৌর জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মো. কামাল উদ্দীন, লক্ষ্মীপুর ফোরামের সহ-সেক্রেটারি এডভোকেট নিজাম উদ্দীন মাহমুদ এবং পৌর জামায়াতের সেক্রেটারি আশরাফুল ইসলাম রাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শেষে শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। একই সঙ্গে ইসলামী আন্দোলনের সফলতা, দেশ ও জাতির কল্যাণ কামনায় আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
