রায়পুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
রায়পুর প্রতিনিধি
ডিসেম্বর ২৫, ২০২৫, ০৬:৪৪
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে রাকিব (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার ২নং চরবংশী ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব নিজ বাড়ির মুরগির ফার্মে গরম পানি প্রস্তুত করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সোহেল রানা তাকে মৃত ঘোষণা করেন।
হঠাৎ এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত রাকিবের পরিবারে চলছে মাতম।
এ বিষয়ে সংশ্লিষ্টরা বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
